ভরট্ট কাঠের ডাঙ্গা গ্রাম কাঁশোপাড়া ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

ভরট্ট কাঠের ডাঙ্গা গ্রাম কাঁশোপাড়া ইউনিয়ন

আমাদের গ্রামের নাম ভরট্ট কাঠের ডাঙ্গা।  তবে কোনো এক কারনে আন্দারিয়া পাড়া নামে চিনে আশেপাশের এলাকায়। আমাদের গ্রামটি  নওগাঁ জেলার মান্দা থানার পূর্বদিকে অবস্থিত। বলা হয় পূর্ব মান্দা। এই গ্রামের দক্ষিণে রয়েছ  চকউলী গ্রাম, উত্তরে কাঠের ডাঙ্গা, পূর্বে কাঠখৈইর গ্রাম যা নওগাঁ জেলায় অবস্থিত এবং পশ্চিমে সিঙ্গী গ্রাম। আমাদের গ্রামটি জনবহুল। প্রধান পেশা কৃষি। 

এই গ্রামে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছ । যেমন, আন্দারিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আন্দারিয়া পাড়া বালিকা বিদ্যালয়,  আব্দুল মামুন হাফেজিয়া মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক। এই গ্রামে চারট  মসজিদ রয়েছে।এই গ্রামে অনেক বিশিষ্ট ব্যক্তি রয়েছে।যেমন মৃত মোঃ মুজাহার মল্লিক (বীর মুক্তিযোদ্ধা, প্রফেসর মোয়াজ্জেম মোল্লা, বর্তমান চেয়ারম্যান  সাইদুর রহমান মোল্লা( ইট ব্যবসায়ী),ডাঃ ফারজানা এমবিবিএস  ( ঢাকা মেডিকেল কলেজ), আরো প্রমুখ ব্যক্তিবর্গ যারা আমাদের গ্রামে উন্নতির আলো ছড়াচ্ছেন। আমাদের গ্রামটি যেহেতু কৃষি প্রধান। তাই সবুজ শ্যামলে ভরা। ০১৭৪০৪১৫১০২।