ভদ্রগাছা গ্রাম বিটঘর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

ভদ্রগাছা গ্রাম বিটঘর ইউনিয়ন

নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের একটি গ্রাম ভদ্রগাছা । এ গ্রামের নামকরণ নিয়ে কেউ কিছু সঠিকভাবে বলতে পারে না । বিষয়টি অজ্ঞাত । তবে ভদ্রগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা বলেন , বুধাই ‘ নামের একজন সনাতন ধর্মাবলম্বী বিশিষ্টজন গ্রামে বাস করতেন । তিনি সমাজ হিতৈষী ছিলেন বলে জানা যায় । ঐ বুধাই এর নামে বুধাগাছা নামটি হলাে বলে ধারণা করা হয় । সম্প্রতি গ্রামটির নাম নিয়ে স্থানীয় লােকজনের মাঝে প্রতিক্রিয়া সৃষ্টি হলে কাগজে – কলমে এর পরিবর্তন ঘটায় । বর্তমান গ্রামটির নাম হলাে ভদ্রগাছা । তবে গ্রামটি বুধাগাছা নামেই পরিচিত এবং প্রতিষ্ঠিত । যদিও আধুনিক প্রজন্ম বুধাগাছকে পরিবর্তন করে ভদ্রগাছা নামকরণ করেছেন ।