বোতলা গ্রাম বুড়াবুড়ি ইউনিয়ন

0
56
৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

বোতলা গ্রাম বুড়াবুড়ি ইউনিয়ন

প্রজাবাৎসল জোতদার উমাচরণ সরকারের স্মৃতিবিজড়িত বোতলা গ্রামটি কুড়িগ্রাম জেলায় উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নে অবস্থিত। এর দক্ষিণে আঠার পাই, পূর্বে ফকির মোহাম্মদ, উত্তরে বুড়াবুড়ী ও পূর্বে দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় অবস্থিত। কৃষিনির্ভর গ্রামটিতে  শিক্ষার হার ক্রমবর্ধমান। খারিজা কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জনতাহাট আদর্শ উচ্চ বিদ্যালয় এ গ্রামসহ আশেপাশের অনেকগুলি গ্রামে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে। গবাদীপশু পালন ও কয়েকটি পুকুরে মাছ চাষ করা হয় সনাতনী পদ্ধতিতে। ধরলা নদী নিকটবর্তী গ্রামটিতে প্রতিবছর বন্যায় প্লাবিত হয়। 

 এ গ্রামে কৃষির বাইরে অন্যান্য পেশাজীবীর সংখ্যা কম। উল্লেখযোগ্য ব্যক্তির মধ্যে মরহুম ডা. রাজেন্দ্র নারায়ন সরকার, ডা. মনীন্দ্র নারায়ন সরকার, তরিফউদ্দীন সরকার প্রমূখ তাদের পেশা, সমাজসেবার মধ্যে অমর হয়ে আছে। বর্তমান সময়ে আবু বকর সিদ্দিক বিএসসি শিক্ষতা ও সমাজ সেবায় অবদান রেখে চলেছেন। ডা. আশুতোষ সরকার পল্লী চিকিৎসক হিসেবে এ গ্রামের বাইরেও কয়েকটি ইউনিয়নে নিরলস চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এ পেশার পাশাপাশি তিনি সমাজসেবা ও রাজনীতিতেও সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন।