বেলকা নবাবগঞ্জ গ্রাম বেলকা ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

বেলকা নবাবগঞ্জ গ্রাম বেলকা ইউনিয়ন

গ্রামের নামঃ বেলকা নবাবগঞ্জ,এটা ৪ নং বেলকা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড। গ্রামটির চারদিকে ছড়িয়ে আছে তিস্তা নদী। দেশ স্বাধীনের পর গ্রামটির নাম রাখা হয়েছে বেলকা নবাবগঞ্জ, কথিত আছে যে, এখানে একটি গঞ্জ ছিল এবং সেখানে একটি বেলের গাছ ছিল,এটা থেকেই এ নামের উৎপত্তি। অবস্থানঃ পশ্চিমে তালুক ডেল্টা, উত্তরে পঞ্চানন, পূর্ব দিকে কিশামত সদর, দক্ষিণেও কিশামত সদর। 

প্রতিষ্ঠানঃ একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়,একটি ইবতেদায়ী মাদ্রাসা ও একটি মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা রয়েছে।

উল্লেখযোগ্য ব্যাক্তি বর্গঃ আফাজ উদ্দিন হাজী, আঃ রহমান মেম্বার, কামাল উদ্দিন মাস্টার ও মাওঃ আতাউর রহমান (বর্তমানে)

উল্লেখযোগ্য স্থানঃ পূর্বে ছিল গাজির কুড়া ঈদগাহ, বর্তমানে উল্লেখযোগ্য কোন স্থান নেই বললেই চলে, কেননা এটা একটি নদী ভাঙ্গন এলাকা।

উল্লেখযোগ্য মাছঃ তিস্তা নদীর রয়েছে হরেক রকমের মাছ,যেমনঃ বোয়াল,আইড়,বাগাইড়,গুলসা,টেংরা,বাইম,বাসপাতারি,গাড়ুয়া,পাচুকা,পইরালী,রুই, কাতলা,স্বরপুটি,গছি,শিং ইত্যাদি।

উল্লেখযোগ্য খাবারঃ ভাত,মাছ,রুটি, জিলাপি,রসোগোল্লা,টক দই ইত্যাদি।IMG 20201009 162039 6 3e4e11a2

ছবিঃ বেলকা নবাবগঞ্জ।