বেতাল গ্রাম মসূয়া ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

বেতাল গ্রাম মসূয়া ইউনিয়ন

আমাদের গ্রামের নাম বেতাল। গ্রামটি মসূয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত। গ্রামটি ৫ নং ওর্য়াডের অন্তর্ভুক্ত। আমাদের গ্রামের পশ্চিমে রয়েছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। আর দক্ষিণে রয়েছে ঢাকা-কটিয়াদী-কিশোরগন্ঞ্জ মহাসড়ক। গ্রামের পূর্ব পাশে একটি বড় বিল রয়েছে, যেখানে প্রচুর ধান ফলে ও প্রচুর মাছ পাওয়া যায়। অত্র গ্রামে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে একটি প্রসিদ্ধ বাজার, ইউনিয়ন পরিষদের অফিস রয়েছে। এবং বাজারের পাশে একটি বড় জলাধার আছে ।

এতে প্রচুর মাছ পাওয়া যায় যা এলাকায় খুব বিখ্যাত। গ্রামে একটি হাইস্কুল, দুটি প্রাইমারি স্কুল, একটি মাদরাসা ও একটি কিন্ডারগার্টেন রয়েছে। বেতাল বাজার এবং পূর্বপাড়া সরকার বাড়িতে প্রতি বছর জাকজমকপূর্ণ ভাবে শারদীয় দুর্গোৎসব উৎযাপিত হয়। এছাড়াও গ্রামে একটি ঈদগাহ্ রয়েছে, যেখানে গ্রামের সবাই ঈদ-উল-আযহা ও ঈদ-উল-ফিতর এ ঈদের নামাজ আদায় করে। গ্রামের একজন প্রিয় ব্যক্তি ছিলেন ডাক্তার সুধেন্দু চন্দ্র সরকার। তিনি গ্রামে ও আশেপাশের এলাকায় কেনু ডাক্তার নামে সমধিক পরিচিত ছিলেন। সবমিলিয়ে আমার গ্রোম আমার কাছে সবচেয়ে সেরা।