একনজরে বিটঘর ইউনিয়ন

বিটঘর ইউনিয়ন টি নবীনগর উপজেলার অন্যতম ৯নং ইউনিয়ন পরিষদ। পোস্ট কোড ৩৪১০, এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম নবীনগর থানার অন্তর্ভুক্ত । এটি জাতীয় সংসদ এর ২৪৭ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের অংশ বিশেষ। নবীনগর উপজেলার দক্ষিণ-পূর্ব দিকে বিটঘর ইউনিয়ন টি অবস্থিত । এ ইউনিয়নের উত্তর দিকে রয়েছে শিবপুর ইউনিয়ন, পূর্ব দিকে কাইতলা উত্তর ও কাইতলা দক্ষিণ ইউনিয়ন, দক্ষিণ দিকে কাইতলা দক্ষিণ ও লাউর ফতেপুর ইউনিয়ন এবং পশ্চিম দিকে রয়েছে লাউর ফতেপুর ইউনিয়ন ও ইব্রাহিমপুর ইউনিয়ন।


গ্রামসমূহ
মহেশপুর
দুরুইল
ভদ্রগাছা
গুড়িগ্রাম
টিয়ারা
গোবিন্দপুর
দৌলতপুর
সিনামাছি
বিষ্ণপুর
ভাতুরিয়া

বিটঘর ইউনিয়নের নামকরণ : নবীনগর উপজেলার বিটঘর একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন । এই অঞ্চলে নানা গুণী ব্যক্তি জন্মগ্রহণ করেছেন । এই বিটঘর ইউনিয়নের নামকরণ নিয়ে রয়েছে রহস্য । যেমনটি বলা যায় , বিশিষ্টজনের বসবাস এবং জন্ম হয়েছে বলে অঞ্চলটিকে বিটঘর বলা হয় । যেমন বিশিষ্ট শব্দটি বানান লিখতে গিয়ে যদি ওই শব্দের ‘ শিষ ‘ শব্দটুকু বাদ দিয়ে দিই তাহলে উচ্চারণ হয় বিট। ধারণা করা হয় , ওই ‘ বিট ‘ এবং ‘ ঘর ‘ এর সমন্বয়ে স্থানটির নামকরণ হয়েছে ‘ বিটঘর ‘ । আবার জনৈক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলেন যে , ঐ অঞ্চলে ভিটি ঘর ছিল প্রচুর এবং ভিটি ঘরে বসতি গড়ে ওঠায় এ অঞ্চলের নাম হয়েছে বিটঘর । অর্থাৎ ‘ ভিটি ‘ শব্দ থেকে ‘ বিট ‘ বা পরবর্তীকালে বিটঘর এর উৎপত্তি বলে মনে করেন । বিষয়টি গবেষণার দাবি রাখে । এখানে শেষ মতটি গ্রহণযােগ্য ।