বিজয়নগর গ্রাম উত্তর হামছাদী ইউনিয়ন

বিজয়নগর গ্রাম উত্তর হামছাদী ইউনিয়ন

“বিজয় নগর”গ্রামটি লক্ষীপুর জেলার মধ্যে নানান দিক দিয়ে তাৎপর্যপূর্ণ একটি গ্রাম । এটি লক্ষীপুর জেলার সদর পশ্চিম থেকে ৮ কি:মি: দূরে অবস্থিত । গ্রামে অনেক গুলো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে “বিজয়নগর বহুমুখী উচ্চ বিদ্যালয় “ একটি যা বহু বছর যাবত ভালো রেজাল্ট ,সাংস্কৃতিক ও খেলা -ধুলায় জেলাসহ বিভাগ পর্যায়ে ও সুনাম অর্জন করে আসছে । মহান মুক্তিযুদ্ধে লক্ষীপুর জেলায় নেতৃত্ব দান কারী “কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম স্যার” এই গ্রামেরই সুযোগ্য গর্বিত সন্তান । এছাড়াও দেশ পরিচিত অনেক খ্যাতিমান মানুষ রয়েছেন । অধিকাংশ মানুষই কর্মঠ এবং সুশিক্ষিত । নানান প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রাম । মাঠ ভর্তি সোনালী ফসল, খেলার মাঠে তরুণদের দাফিয়ে বেড়ানো , বই হাতে শিক্ষার্থীদের বিদ্যাপীঠে ছোটাছুটি সহ সব কিছুই অত্যন্ত সুবিন্যস্ত । জীবনানন্দ দাশের বাংলার মুখ কবিতার মতোই “নিজ গ্রামের রুপ মুগ্ধ হয়ে দেখিয়াছি আমি তাই আমি অন্য রুপ খুঁজিতে যাই না,”এভাবেই বলা চলে । ভালোবাসি নিজ জন্মস্থান, শিশু কৈশোর, তারুণ্য পেরিয়ে বেড়ে উঠা এই গ্রামকে ।
125222830 395937031665437 9069231746793222576 n b8b3e773