বালীগাওঁ গ্রাম বুল্লা ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

বালীগাওঁ গ্রাম বুল্লা ইউনিয়ন

বালীগাঁও গ্রামটির উত্তর দিক দিয়ে বয়ে গেছে খোয়াই নদী। এর দক্ষিণ দিকে রয়েছে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের মুকসুদপুর গ্রাম। পূর্ব দিকে রয়েছে একই উপজেলা এবং ইউনিয়নের ফরিদপুর গ্রাম। পশ্চিম দিকে রয়েছে মেঘনা নদীর শাখা এবং এই গ্রামেরই একাংশ যা প্রশাসনিকভাবে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার অধীনস্থ।

এ গ্রামের অধিকাংশ লোক কৃষি কাজ এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এই গ্রামের ছেলে মেয়েরা যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে পড়াশোনা করে তা  এই গ্রামেরই একাংশ যা প্রশাসনিকভাবে অষ্টগ্রাম থানার অধীনস্থ। এই গ্রামটি পাঁচটি পাড়া নিয়ে গঠিত যেগুলো সমতল ভূমিতে মাটি ফেলে টিলার মত উঁচু করা হয়েছে।

এজন্য বর্ষাকালে যখন পানি হয় তখন গ্রামগুলোকে দূর থেকে ভাসমান দ্বীপের মতো মনে হয়। বর্ষাকালে ঢেউয়ের কারণে বাড়িঘরের প্রচুর ক্ষতি হয় এবং কোন কোন বাড়িঘর বর্ষার পানিতে তলিয়ে যায়। বর্ষাকালে গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা নৌকার অভাবে স্কুলে যেতে পারে না সেজন্য এই গ্রামের লেখাপড়ার অবস্থা খুব করুন।

এই গ্রামের শুধুমাত্র একজন সরকারি চাকরিজীবী আছে। শখানেক আছে প্রবাসী। শত প্রতিকূলতার ভিতর দিয়ে গ্রামের মানুষ তাদের জীবনমান উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।