বারাইপুর গ্রাম ভূলইন দক্ষিণ ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

বারাইপুর গ্রাম ভূলইন দক্ষিণ ইউনিয়ন

বারাইপুর হচ্ছে কুমিল্লা জেলার লালমাই উপজেলাধীন ভূলইন দক্ষিণ ইউনিয়নের অন্তর্ভূক্ত একটি সুপ্রসিদ্ধ গ্রাম।গ্রামটির রয়েছে ইউনিয়ন ব্যাপী একটি আদর্শিক রুপরেখা।যার কারণে একে আদর্শ বারাইপুরও বলা হয়ে থাকে।

গ্রামটি ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের আওতাভুক্ত। গ্রামটিতে রয়েছে প্রায় তিনহাজার লোকের বাস।শিক্ষার হার প্রায় ৬৫%। গ্রামটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ। গ্রামটিতে রয়েছে দুটি মসজিদ।এই গ্রামের কৃতি সন্তানদের মধ্যে অন্যতম ছিলেন পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান মরহুম আমিনুল ইসলাম মজুঃ,স্বনামধন্য মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা মরহুম হাসমত উল্ল্যাহ মোক্তার।

এছাড়াও বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান একরামুল হক এই গ্রামেরই কৃতি সন্তান।বর্তমান ইউপি মেম্বারও এই ওয়ার্ডের।গ্রামের বেশির ভাগ লোক ব্যবসায়ী,চাকুরীজীবী,প্রবাসী,শিক্ষক,পুলিশ,সেনাবাহিনী তে কর্মরত।গ্রামটির উত্তরে যাদবপুর,দক্ষিণে ভূশ্চি গ্রাম,পশ্চিমে কাঁছিয়া পুকুরিয়া এবং পূর্বে রয়েছে লালমাই উপজেলার প্রসিদ্ধ বাজার ভূশ্চি বাজার,ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় এবং ছোট শরীফপুর ডিগ্রি কলেজ।ছায়া সুনিবিড় প্রাকৃতিক স্নেহের এক ভান্ডার হচ্ছে বারাইপুর গ্রামটি। ইউনিয়নব্যাপী সম্মান ও স্বীয় মর্যায় সমুন্নত মস্তকে চির উন্নত নাম বারাইপুর।