একনজরে বাদৈর ইউনিয়ন

বাদৈর ইউনিয়ন
বাদৈর ইউনিয়ন টি কসবা উপজেলার অন্তর্ভুক্ত অন্যতম ৩নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম কসবা থানার অন্তর্ভুক্ত। এটি জাতীয় সংসদ এর ২৪৬ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের অংশ বিশেষ।
কসবা উপজেলার উত্তর দিকে বাদৈর ইউনিয়ন টি অবস্থিত । এই ইউনিয়নের পূর্ব দিকে রয়েছে বিনাউটি ইউনিয়ন, দক্ষিণ দিকে খাড়েরা ইউনিয়ন , পশ্চিম দিকে মেহারী ইউনিয়ন এবং উত্তর দিকে রয়েছে মূলগ্রাম ইউনিয়ন ও আখাউড়া উপজেলার ধরখাড় ইউনিয়ন।

গ্রামসমূহ
বর্ণী
হাতুরাবাড়ি
জমশেরপুর
কালসার
মান্দারপুর
পদুরা
শিকার পুর

বাদৈর ইউনিয়নের নামকরণ ; কেউ কেউ বলেন , বনে – বাদাড়ে — বাদৈর । হাতনির বিলের দক্ষিণ পাড়ে বাদৈর গ্রাম অবস্থিত । শত শত বছর আগে বন – বাদাড়ে পরিপূর্ণ ছিল এ গ্রাম । অনেকেই বলেছেন — তিনলাখ পীর থেকে পশ্চিমে নবীনগরের শাহপুর পর্যন্ত অবস্থিত । পােড়া রাজার জাঙ্গাল । এটিকে লােকেরা বাধ বলত । কারণ বিলের দক্ষিণে অবস্থিত গ্রামগুলাের ফসল রক্ষা পেত বাঁধ থাকার কারণে । এ বাঁধ থেকে বাদৈর নামকরণ করা হয়েছে । এটি গ্রহণযােগ্য মত । আরেকটি মত হলাে — বাদৈর গ্রামে এক সময় বড় বড় বটবৃক্ষ ছিল । এ গাছগুলােতে প্রচুর বাদুর ঝুলে থাকত । এ থেকেই এ গ্রামের নাম বাদৈর হয়েছে ।