বাণীগ্রাম গ্রাম দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

বাণীগ্রাম গ্রাম দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন

দক্ষিন বাণীগ্রাম , নান্দনিক এই গ্রামটির ইতিহাস ঐতিহ্য জ্ঞানীগুণী মানুষের দিক দিয়ে সিলেটের একটি শীর্ষস্থানীয় একটি গ্রাম। এটি সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৭ দক্ষিন বাণীগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ড সুরমা নদীর তিরে অবস্থিত। 

গ্রামটি উপজেলা শহর থেকে ১৯কিঃমিঃ পশ্চিম দিকে সর্ব দক্ষিণে অবস্থিত, গ্রামের পশ্চিম দিকে দলইমাটি, উত্তর দিকে নওয়াগাউ, পূর্ব দিকে ব্রাহ্মণগ্রাম অবস্থিত।  দক্ষিন দিকে সুরমা নদী তারপরেই বিয়ানিবাজার উপজেলা।

গ্রামের নামকরণ এর উল্লেখযোগ্য কোন কারন নেই।

দৃষ্টিনন্দন কোন প্রাচিন স্থাপনা না থাকলেও সুরমা নদীর কল্লোল বিভিন্ন কৃষি খামার আর সবুজ শ্যামল প্রকৃতি গ্রামটিকে করে তুলেছে অতুলনীয়। এছাড়া রয়েছে অত্র এলাকার সব চেয়ে বিখ্যাত প্রাচিন খেলার মাঠ বিটি মাঠ, বিখ্যাত পুকুর আর লন্ডনের কুড়ি।

এই গ্রামের অনেক জ্ঞানী মানুষের জন্ম হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ হচ্ছেন আল্লামা শায়েখ আব্দুস সামাদ (রহঃ) মাওলানা আঞ্জব আলি শওক (রহঃ) প্রফেসর ফজলে হক (রহঃ) মরহুম ছফই চেয়ারম্যান,  কালাই ক্বারি (রহঃ) সহ অসখ্য গুনান্বীত ব্যক্তি।

এই গ্রামটিতে একটি প্রাথমিক বিদ্যালয় একটি কিন্ডারগার্টেন মাদ্রাসা ও ছয় টি মসজিদ রয়েছে।

উল্লেখ্য এই গ্রামটি প্রবাসী অধ্যুষিত  । এখানকার সব উন্নয়ন কার্যক্রমই প্রবাসীদের আর্থিক সহায়াতায় করা হয়।