বাঘাউড়া গ্রাম শিবপুর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

বাঘাউড়া গ্রাম শিবপুর ইউনিয়ন

‘ বাঘাউড়া গ্রামটি প্রাচীনত্ব বহন করে । বাঘাউড়া গ্রামে তিনজন জমিদারের অস্তিত্ব পাওয়া যায় । একজন হলেন , শ্রী কামিনী কুমার চক্রবর্তী , দ্বিতীয় জন হলেন , শ্রী সামিনী কুমার চক্রবর্তী এবং তৃতীয়জন হলেন , শ্ৰী আশুতােষ চক্রবর্তী । কামিনী কমার চক্রবর্তীর বাবা হলেন শ্যামকুমার চক্রবর্তী । কিংবদন্তি আছে , শ্যামকুমার চক্রবর্তীর এর বাবা প্রকৃতির ডাকে বাইরে গেলে , জঙ্গলে ওৎ পেতে থাকা মেছাে বাঘের আক্রমণের শিকার হন ; এক পর্যায়ে তিনি মেছাে বাঘটিকে ধরাশায়ী করতে সক্ষম হন । পরে এই মৃত মেছাে বাঘটিকে বড় একটি উড়া দিয়ে ঢেকে রাখেন । ফলে ‘ বাঘ ‘ এবং ‘ উড়া ’ শব্দদ্বয় যােগ হয়ে নামটি হয় বাঘাউড়া । এই বিষয়টি উল্লেখ করলেন , কামিনী কুমার চক্রবর্তীর পুত্রবধূ দীপ্তি চক্রবর্তী । তিনি আরও বলেন , বাঘাউড়ার প্রাচীন নাম ‘ ব্যাঘউট ‘ । আবার এই বাঘাউড়া গ্রামের নামকরণ সম্পর্কে অন্য একটি তথ্য রয়েছে তা হলাে , এখানে প্রচুর বাগ বা বাগান ছিল বলে এখানকার নাম হয়েছে বাঘাউড়া । উল্লেখ্য প্রথমােক্ত তথ্যটি বেশ যৌক্তিক বলে সুধীমহল মনে করেন