বাগডাঙ্গা গ্রাম চুড়ামনকাটি ইউনিয়ন
আমার গ্রামের নাম বাগডাঙ্গা।আমার গ্রামটা চুড়ামনকাটি ইউনিয়নের অন্তর্ভুক্ত ৭নং ওয়ার্ডে অবস্থিত ।আমার গ্রামের অধিকাংশ মানুষ খেটে খাওয়া দিন মজুর।গ্রামটিতে মুসলিম _হিন্দু দুই ধর্মের মানুষ বসবাস করে। গ্রামটিতে সবাই মিলে মিশে বসবাস করে। একজন অন্য জনের বিপাদে এগিয়ে আসে, সাহায্য করে।
গ্রামটির উত্তরে রয়েছে পোলতাডাঙ্গা ও আব্দুলপুর গ্রাম, দক্ষিনে রয়েছে ছাতিয়ানতলার কিছুটা অংশ এবং ঝাওদিয়া। পূর্ব দিকে রয়েছে চুড়ামনকাটি বাজার ও 2টি ইটের ভাটা এবং পশ্চিমে রয়েছে দোগাছিয়ার কিছু অংশ ও নলডাঙ্গা । গ্রামটির 60%এর ও বেশি মানুষ কৃষি কাজে নিয়জিত। তাছাড়া রয়েছে গৃহ বানানো কাজে নিয়জিত দিন মজুর, টাইলসের মিস্ত্রি ও রড মিস্ত্রি ইত্যাদি। এই গ্রামটিতে হাতে গোনা কিছু মানুষ সরকারি ও বেসরকারি চাকরিতে নিয়োজিত আছেন।
এই গ্রামের চাষিদের উৎপাদিত সবজী বাংলাদেশের বিভিন্ন জেলায় ও অঞালে যায়। এই গ্রামে রয়েছে সবুজ শ্যামল মাঠ। এই গ্রারামে রয়েছে কিছু হিন্দুধর্মের মানুষ যারা মাঠি দিয়ে তৈরি করে মাটির হাড়ি পাতিল, কলস, পুতুল ইত্যাদি। এই গ্রামটিতেই রয়েছে অনেক ভালো ভালো মানুষ আবার কিছু খারাপ চরিত্রে মানুষ। আমাদের এই গ্রারামে হয়েছে বিরাট এক বট বৃক্ষ।এই সব কিছু নিয়ে আমাদের বাগডাঙ্গা গ্রামটা গঠিত।
আড়ফাঙ্গাশিয়া গ্রাম বারাসাত ইউনিয়ন আড়ফাঙ্গাশিয়া গ্রাম খুলনা জেলার তেরখাদা উপজেলার উত্তর দিকের শেষ সীমানা সংলগ্ন…
উত্তর বাগবের গ্রাম পাঁচথুবি ইউনিয়ন বাংলার সবুজ শ্যামল গ্রাম বলতে যা বুঝায়, তারই প্রকৃত নিদর্শন…
বানিপাকুরিয়া গ্রাম নয়ানগর ইউনিয়নগ্রামের অবস্থানঃ আমাদের এই গ্রামটি ময়মনসিংহ বিভাগের জামালপু জেলার মেলান্দহ উপজেলার ৫…
পাঠলী গ্রাম রাজিউড়া ইউনিয়ন তেলিখালের উত্তরে পাঠলী গ্রাম টি অবস্থিত। এই গ্রামের আদিকাল তেকেই মানুষ…
ডিপি পাড়া গ্রাম লক্ষীছড়ি ইউনিয়ন পরিচিতিঃ ঐতিহ্যবাহী "ডিপি পাড়া" গ্রামখানি খাগড়াছড়ি জেলার অধীনস্হ লক্ষীছড়ি উপজেলার…
বাহের চন্দ্রপুর গ্রাম চন্দ্রপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড, পোস্ট কোডঃ৮০০২, পশ্চিমেঃমাহমুদপুর, পূর্বেঃবিনোদপুর, দক্ষিনেঃহবিপুর, উত্তরেঃচন্দ্রপুর। উল্লেখ…