বাওধরণ গ্রাম চিলাউড়া হলদিপুর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

বাওধরণ গ্রাম চিলাউড়া হলদিপুর ইউনিয়ন

আমাদের গ্রাম অপরুপ সৌন্দর্যে ভরপুর। চারিদিকে সবুজ গাছপালা আর রত্না আর কাটাগাং নামক দুটি নদীর মিলনে এক চমৎকার পরিবেশ সৃস্টি করে। বষায় চারিদিকে এক মায়াবি রুপ ধারনকরে। আমাদের গ্রামে দুটি প্রাথমিক বিদ্যালয়ের   হাজার কানেক শিক্ষার্থী পড়াশোনা করে। 

গ্রামে এখন ও সালিসি বৈটক অনুস্টিত হয়। তার মধ্যে অন্যতম ব্যাক্তি বর্গ হলে, শাহ আব্দুল জলিল, আছদ্দর আলী, মছদ্দর আলী, মানিক,  শাহ সমসদ্দর আলী, শাহ মসকন্দর আলী,  শাহ আলমগীর হুসেন    কিরন,  তুরুক মিয়া, ছদরুল ইসলাম, সুরাজ মিয়া,  আরশ আলী সহ প্রমুখ ব্যাক্তি। সবার মধ্যে এক আন্তরিকতার দৃস্টান্ত দেখা মিলবে আমাদের গ্রামে। সবার এক মিলবন্ধনে সর্গিয় সুভাষ পাবেন এই গ্রামে।

সবাই সবার বিপদে সুখে একে অন্যর পাশে থাকে। আমাদের গ্রামের নাম ছিল প্রথমে বাসুদেব স্বরন। হিন্ধু ধর্মাবলম্বী লোকের আবাস ভুমি ছিল এখানে। মুক্তিযুদ্ধের পরর্বতী সময়ে মুসলিম অধ্যাষিত হয়ে যায় গ্রাম। কিন্তু এখানে হিন্দু মুসলিম কোন ভেদাভেদ নেই। সবাই সবার অবস্তান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।  তাই আমি বলবো সামাজিক এবং প্রকৃতির দিক থেকে আমাদের গ্রাম এক অনন্য।