বাউড়া গ্রাম হাজীগঞ্জ সদর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

বাউড়া গ্রাম হাজীগঞ্জ সদর ইউনিয়ন

চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার হাজীগঞ্জ সদর ইউনিয়নে ২ নং ওয়ার্ডের অন্তর্গত আমাদের গ্রামের নাম বাউড়া।

মূলত বাবুরা শব্দ থেকে বাউড়া গ্রামটির নামকরন। বর্তমানে তিনটি বাড়িতে সনাতন ধর্মালম্বীদের বসবাস থাকলেও বিগত শতাব্দীর প্রথম দিক পর্যন্ত এ গ্রামে উচ্চ বর্ণের সনাতন ধর্মালম্বীদের আধিপত্য ছিল। সাধারন কথ্যভাষায় বাবু কে বাউ আর তারা “র” বর্ণ কে “ড়” উচ্চারন করতো। এভাবেই বাবু (বাউ)+ রা (ড়া) = বাউড়া।

সবুজ-শ্যামল বাংলাদেশের যে ছবি প্রতিটি মানুষের হৃদয়ে ভাসে সে ছবির মতই সুন্দর আমাদের গ্রাম। এই গ্রামের উত্তরে সুহিলপুর ও শাহপুর গ্রাম, দক্ষিনে বাড্ডা ও কাজিরগাঁও গ্রাম, পূর্বে বোয়ালজুরি খাল, পশ্চিমে মৈশাইদ ও দোয়ালিয়া গ্রাম অবস্থিত। এ গ্রামে তিনটি জুম্মা মসজিদ, একটি ঈদগাহ, একটি প্রাইমারি স্কুল, একটি নূরানী মাদ্রাসা ও বাউড়া সমাজ কল্যাণ নামে একটি গন পাঠাগার রয়েছে। গ্রামটি আধা কিলোমিটার প্রশস্থ এবং তিন কিলোমিটার লম্বা এবং গ্রামে প্রায় ২০ টি ছোট-বড় বাড়ি রয়েছে। এ গ্রামের জনসংখ্যা ৩০০০ জনের মধ্যে ভোটার প্রায় ১৭০০ জন।

মোঃ সানী মুন্সী অত্র এলাকার চল্লিশ গ্রামের ঈদগাঁ এর ঈমাম ছিলেন। তাঁর ছেলে ছলিম উদ্দীন মুন্সী ও নাতি জুলফিকার আলী মুন্সী এবং তাঁরই ছেলে মোঃ আমান উল্লাহ মুন্সী সহ মোট চার পুরুষ আজও এই ঈদগাঁ এর ঈমাম আছেন । মোঃ ছবর আলী পন্ডিত, মোঃ ওসমান পন্ডিত, এয়াকুব আলী ভেন্ডার, মোঃ সাইয়েদুর রহমান মাস্টার, আঃ মজিদ সাহেব, আমিন খলিফা, ডাঃ জাফর আহমেদ, মাস্টার মোঃ হেদায়েত উল্লাহ এ গ্রামের প্রয়াত প্রতিষ্ঠিত ব্যাক্তবর্গ। বর্তমানে ইন্জীঃ সফিক সাহেব, মোঃ আসাদউল্লাহ সাকের, মোঃ সফিকুর রহমান মাষ্টার, ইন্জিঃ মোবারক, ডাঃ এনায়েত উল্লাহ, আবঃ রহিম মন্টু, মোঃ মসিউর রহমান রবিউল বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

আমাদের গ্রামের পূর্ব মাথায় বোয়ালজুরি খালের পশ্চিম পাড়ে একটি পুরনো বটগাছ রয়েছে যা গ্রামের চিহ্ন ও স্মৃতি বিজড়িত। গ্রাম্য সালিশ বা বৈঠকের মাধ্যমে বিভিন্ন আভ্যন্তরীন সমস্যার সমাধান এবং সুখে-দূঃখে সকল ধর্ম-বর্ণের মানুষ একে অপরের পাশে থাকা আমাদের গ্রামের এক অনন্য বৈশিষ্ট্য । আমরা আমাদের গ্রামকে অনেক ভালবাসি ।