বাউশগারি গ্রাম ধুলাউড়ি ইউনিয়ন

বাউশগারি গ্রাম ধুলাউড়ি ইউনিয়ন

বাউশগারি গ্রাম ধুলাউড়ি ইউনিয়ন

বাউসগারি পাবনা – ফরিদপুর লিংক সড়কের পাশে অবস্থিত একটি আদর্শ গ্রাম। মৃত নদীর তীরে অবস্থিত বাউশগারি। এই নদী ইতিমধ্যে অনেক পুকুর বদলে ফেলেছে।
এই গ্রামের অধিকাংশ মানুষ কৃষি পেশার সাথে সম্পর্কিত। মানুষ অনেক ধরনের ফসল চাষ করে। যেমন: ধান, গম, পেঁয়াজ, মরিচ, সরিষা, পাতাল ইত্যাদি।


পাবনা জেলার বাউসগারি গ্রাম, সাঁথিয়া থানা, ধুলাউরি ইউনিয়ন, রূপসী মৌজায় নিরাপদ পানির সম্ভাবনা ৯ জনের মধ্যে ৯ ফুটের বেশি ড্রিল করুন। স্থানীয় সহযোগীদের নেতৃত্বে পাকিস্তানি দখলদার বাহিনী বোরাল নদীর মধ্য দিয়ে এলাকায় প্রবেশ করে এবং তারপর বাউশগারি গ্রাম ঘিরে ফেলে। ১৯৭১ সালের ১৪ মে পাবনা জেলার বাউশগারিতে পাকিস্তান ের দখলদার বাহিনী তাদের স্থানীয় সহযোগীদের সহায়তায় ৯০০ জনেরও বেশি বেসামরিক ও মুক্তিযোদ্ধা শহীদ হয়।

১৯৭১ সালের ১৪ মে পাকিস্তানী সৈন্য ও তাদের স্থানীয় সহযোগীরা প্রায় ৯০০ জনকে আটক করে, যাদের বেশীরভাগই হিন্দু, এবং তাদের উপর বুলেট স্প্রে করে এবং মৃতদেহগুলো আগে থেকে খোদাই করা দুটি বড় গর্তে ফেলে দেয়কিন্তু দীর্ঘ ৩৮ বছর পর অবশেষে পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় বাউশগারি গ্রামের গণকবরস্থানের স্থানে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে।