বাউরখণ্ড গ্রাম মূলগ্রাম ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

বাউরখণ্ড গ্রাম মূলগ্রাম ইউনিয়ন

বাউরখণ্ড বা বাউরখার : ‘ বাওর ‘ অর্থ নদীর বাক , নিম্নভূমিতে সঞ্চিত পানি । । বাউরখণ্ডের ময়দাগঞ্জ বাজার থেকে তিতাস নদী উত্তর – পশ্চিমে গােকর্ণ ঘাটের দিকে বাক নিয়েছে । খণ্ড ’ অর্থ অংশ – খার বা খাড় অর্থ মাছের গর্ত । সংস্কৃত কুণ্ড > কুড় > কুর । নদী বা খালের বাঁকে অবস্থিত বাউর খাড় গ্রাম । এ গ্রামের মধ্যভাগে প্রাচীন বার অর্থাৎ মাছের গর্ত আছে । এ থেকেই গ্রামটির এ নামকরণ হয়েছে ।