বহরমপুর গ্রাম বহরমপুর ইউনিয়ান

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

বহরমপুর গ্রাম বহরমপুর ইউনিয়ান

আমার গ্রাম থানা শহর থেকে প্রায় ৩ কি:মি: দুরে,পাসের থানা শহর থেকে প্রায় ৩.৫ কি:মি: দুরে।সীমান্তবর্তী গ্রাম হওয়াতে উন্নায়নের ছোয়া ছিলনা বল্লেই চলে।বর্তমানে আমার গ্রাম বেশ কিছু উন্নায় মুলক কাজ হয়েছে,পাকা রাস্তা,বিদ্যুৎ একাধিক কালভার্ট সহ ছোট ছোট ৩ টা ব্রীজ আছে।গ্রামের শেষ প্রান্তে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে,এছাড়াও পাশের গ্রামের কয়েকটা প্রাথমিক বিদ্যালয় দিয়ে ঘেরা আমার গ্রাম।

আমাদের গ্রামে শিক্ষার হার তেমন বেশি নয়,তবে গ্রামের মানুষ গুলো শান্তি প্রিয়।হিন্দু মুসলিম এক সাথে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি।শুনেছি ১৯৭১ সালে স্বাধীনের সময় আমার গ্রামে কোন মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি।গ্রামের মানুষগুলো কৃষির উপর নির্ভরশীল বেশি এবং গরিব।আমার গ্রামে একজন সাবেক চেয়ারমেন ছিল,মাওলানা মোকলেছুর রহমান মল্লিক।