বড় গোবিন্দপুর গ্রাম চাপাইর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

বড় গোবিন্দপুর গ্রাম চাপাইর ইউনিয়ন

আমাদের গ্রামটি আয়তনে অনেক বড় এজন্যে এর নামকরণ করা হয় বড় গোবিন্দপুর। একটি আদর্শ গ্রাম বলতে যা বোঝায় তার সবকিছুই আছে আমাদের বড় গোবিন্দপুর গ্রামে, স্কুল-মাদ্রাসা মন্দির সব মিলিয়ে একটি আদর্শ গ্রাম। গ্রামে আছে হিন্দু, মুসলিম।

কালিয়াকুর উপজেলা উত্তরে আলুয়া বিলের উত্তর পাশে আপনাদের বোঝা গোবিন্দপুর গ্রামের অবস্থান। খেলাধুলা করার জন্য আছে পাঁচটি বিশাল বড় মাঠ।আমাদের বড় গোবিন্দপুর গ্রামে আছে অনেকগুলো বাজার বাজার করার জন্য তাই আমাদের গ্রামের লোকের দূরে কোথাও যেতে হয় না। আছে গরু ছাগল বিক্রি করার জন্য অনেক বড় বড় হাট। মিনি কক্সবাজার খ্যাত ঠোঁটে পাড়া। বর্ষাকালে পারাপারের জন্য আছে ডিঙ্গি নৌকা। বড় গোবিন্দপুর গ্রামে একটি আদর্শ, এখানে জন্মগ্রহণ করে আমরা গর্বিত।