বগডহর গ্রাম নবীনগর পূর্ব ইউনিয়ন

বগডহর গ্রাম নবীনগর পূর্ব ইউনিয়ন

বগডহর গ্রাম নবীনগর পূর্ব ইউনিয়ন

“বগডহর” ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার অর্ন্তগত নবীনগর পূর্ব ইউনিয়ন এর একটি জনপদের নাম। জানা যায়, বগ ও ডহর থেকে বগডহর নামের উৎপত্তি। “বগ” মানে হল “বক” একটি সাদা পাখি, আর “ডহর” মানে হচ্ছে “নীচু জলাভূমি”। বগডহর মানে “বক সমৃদ্ধ নীচু জলাভূমি”। বিশাল এক জলাভুমির মাঝখানে এই গ্রামটির অবস্থান, বিশাল জলাভুমি থাকায় একসময় প্রচুর সাদা বক ঝাকে ঝাকে এখানকার জমিতে মাছ ধরার জন্য আসত, নিচু জলাভুমি আর সাদা বকের আনাগোনা সেই থেকেই বগডহর।

প্রাকৃতিক সুন্দর্যমন্ডিত গ্রামটি তিতাস নদের পূর্বদিকে অবস্থিত । গ্রামটির চারদিক নদী বেষ্টিত, এর দক্ষিনে কনিকাড়া, পূর্বে মোহল্লা এবং উত্তরে দৌলতপুর গ্রাম। গ্রামটি বর্ষা কালে অথই জল আর গ্রীশ্মকালে বিস্তির্ন ফসলি জমির মাঠ চোখ জুড়িয়ে যায়। ধানই হল আমাদের গ্রামের প্রধান অর্থকারী ফসল।

যতায়তের জন্য দেশের যেকোন প্রান্ত থেকে নবীনগর এসে বর্ষাকালে নৌকায় ও শুকনো মৌসুমে পায়ে হেটে এই গ্রামে যেতে হয়। গ্রামে দীর্ঘদিন কোন পাকা রাস্তা না থাকলেও ২০১৩-২০১৪ সালে গ্রামের মুল সড়কটি পাকা করা হয় যা বর্ষাকালে পানিতে তলিয়ে যায় তখন নৌকাই একমাত্র যাতায়ত মাধ্যেম থাকে। গ্রামে যাতায়াতের জন্য তিতাস নদীর উপর একটি ব্রীজ বগডহর তথা বগডহর ইউনিয়নের দীর্ঘদিনে প্রানের দাবী যা আজও বাস্তবায়িত হয়নি।

শিক্ষা ব্যবস্থার জন্য গ্রামে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও একটি সরকারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। রয়েছে একটি হাফেজি মাদ্রাসা যেখানে রয়েছে আসহায় ছেলেদের বিনা খরচে পড়ার সুয়োগ। এই গ্রামের শিক্ষার হার মাত্র 31%। বর্তমানে শিক্ষার হার কিছুটা বাড়লেও জনসংখ্যা অনুযায়ী পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান না থাকার শিক্ষার হার দ্রুত বাড়ছে না।

২০০১ পরিসংখ্যান অনুযায়ী গ্রামটি ১৬১ একর জায়গা জুড়ে অবস্থিত, ইউনিয়ন পরিষদ তথ্য মতে গ্রামের মোট আয়তন ১৮১২.০৪ একর। এখানে জনসংখ্যা প্রায় ৬৩২৯ জন, যার মধ্যে ৩২২৪ জন পুরুষ ও ৩০৯৫ জন মহিলা।

গ্রামে দর্শনীয় স্থানের মধ্যে সুফি হযরত মাওলানা মো: ইলিয়াছ শাহ্ (র:) এর দরবার শরীফ, বগডহর দক্ষিন পাড়া খানকায়ে চিশতিয়া পথিক বাবা তারিফ আলী শাহ্ দরবার শরীফ ও বগহডর গ্রামের একতার প্রতীক বগডহর ঈদগাহ মাঠ উল্লেখযোগ্য।

লেখক ও তথ্য সংগ্রহঃ
এমদাদুল হক এমরান। চাকুরিজীবী