প্রধানিয়া কান্দি গ্রাম দক্ষিণ তাঁরাবুনিয়া ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

প্রধানিয়া কান্দি গ্রাম দক্ষিণ তাঁরাবুনিয়া ইউনিয়ন

দক্ষিণ তাঁরাবুনিয়ার ৬নং ওয়াড়ে আমাদের গ্রাম। লালু প্রধানিয়ার নাম অনুসারে আমাদের গ্রামের নাম হয়েছে প্রধানিয়া কান্দি । গ্রামের পূর্ব দিকে রয়েছে নদী এবং বেড়া চাক্কি গ্রাম, পশ্চিম দিকে রযেছে বেপারি কান্দি, দক্ষিণ দিকে রয়েছে  বেপারি কান্দি এবং উত্তর দিকে রয়েছে মাল বাজার । গ্রামের বর্তমান মুরুব্বি ছিদ্দিকুর রাহমান প্রধানিয়া ।

গ্রামে প্রায় ৬০০ শ লোক বসবাস করে । এই গ্রামের মানুষের প্রধান পেশা কৃষি ।এছাড়া জেলে ,ব্যবসায়ী এবং কিছু লোক ঢাকা চাকরি করে । অনেকে বিদেশ কাজ করে। গ্রামে একটি মসজিদ আছে। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট নদী ।গ্রামটি অনেক সুন্দর ৷