প্রতাবী গ্রাম কুলাউড়া ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

প্রতাবী গ্রাম কুলাউড়া ইউনিয়ন

কুলাউড়া ইউনিয়নের সর্ববৃহৎ গ্রামের নাম উল্লেখ করলেই প্রথমে প্রতাবী গ্রামের নাম চলে আসবে। বড়দের কাছ থেকে শুনেছি ,, গ্রামে আগে যারা বসবাস করতো তারা নাকি খুব প্রতাপশালী ছিল। সেই থেকে এই গ্রামের নাম রাখা হয় প্রতাবী।   এই গ্রাম ৭নং কুলাউড়া সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড।  গ্রামটা এতো বৃহৎ যে, এই গ্রামকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। (ক)  পশ্চিম প্রতাবী (খ) পূর্ব প্রতাবী

প্রতাবী নামক এই গ্রামটি কালিটি চা বাগানের পশ্চিম প্রান্তে অবস্থিত।  গ্রামের আয়তন সম্ভবত ২ কিলোমিটার এর মতো বিস্তৃত। গ্রামে রয়েছে দুইটি প্রাইমারি স্কুল, একটি হাইস্কুল, তিনটি মসজিদ, একটি মাদরাসা, রিফাত শাহ ও পাঁচ পীরের মাজার,, একটি বড় ফুটবল খেলার মাঠ যেটি অগ্রণী উচ্চ বিদ্যালয়ের মাঠ নামে পরিচিত ।  বিভিন্ন পেশার লোক বসবাস করলেও বেশির ভাগ লোকই প্রবাসী। গ্রামের মানুষদের মধ্যে রয়েছে মিল সম্প্রীতি, ভালোবাসা।