পূর্ব লক্ষীকোলা গ্রাম রায়গঞ্জ পৌরসভা

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

পূর্ব লক্ষীকোলা গ্রাম রায়গঞ্জ পৌরসভা

পূর্ব লক্ষীকোলা গ্রামটি রায়গঞ্জ পৌরসভার অন্তর্ভূক্ত ৬নং ওয়ার্ডের অধীনে অন্তর্ভুক্ত একটি গ্রাম

পূর্ব লক্ষীকোলা সিরাজগঞ্জ জেলার একটি প্রাচীন জনপদ। এই গ্রামের অধিকাংশ জনগণ তাঁতী। এই গ্রামে রয়েছে রায়গঞ্জ উপজেলার সরকারি বেগম নূরুন্নাহার-তর্কবাগিশ বিশ্ববিদ্যায় কলেজ, একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা ও ৯টি মসজিদ। উল্লেখ্য যে, এই গ্রামের অধিকাংশ জনগণ মুসলমান হলেও গ্রামটির পশ্চিমাংশে অল্প সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী জনগণের বসবাসও রয়েছে। এই গ্রামের তাঁতীকৃষক, হিন্দুমুসলিম সবাই সম্প্রীতিতে বসবাস করে।

এই গ্রামের শিক্ষিতের হার ৮০% এর অধীক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলীসহ সব ধরণের শিক্ষিত লোকজন রয়েছে এই গ্রামে।