পূর্বদেলুয়া গ্রাম বড়হর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

পূর্বদেলুয়া গ্রাম বড়হর ইউনিয়ন

বড়হর ইউনিয়নের মুক্তাহার নদীর তীরে পূর্বদেলুয়া গ্রাম ব্রিটিশ সরকার থেকে এই গ্রামে জমিদারের শাসন চলতো। পূর্বদেলুয়া গ্রামে ননী গোপাল রায় নামে জমিদার ছিলো, সারা গ্রামের কৃষক জমি চাষ করতো আর খাজনা নিতো জমিদার। খাজনা দিতে না পারলে চলতো ঝুলুুম অত্যাচার। জমিদারের শাসন থাকায় এলাকায় শিক্ষিত মানুষের সংখ্যা অনেক কম। এই গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তি মরহুম আজহার আলী আকন্দ  সে এলাকার লোকজন নিয়ে ঐক্যবদ্ধ হয়ে জমিদারদের বিতাড়িত করে। এরপর তিনি পূর্বদেলুয়া গ্রামে একটি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠিত করেন নিজস্ব ৯২ শতক ভূমীর ওপর