পিটুয়ারকান্দি গ্রাম বদলপুর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

পিটুয়ারকান্দি গ্রাম বদলপুর ইউনিয়ন

আমার গ্রামের নাম পিটুয়ারকান্দি।এটি ২ নং বদলপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড।গ্রামের অবস্থানঃ গ্রামের পুর্ব দিকে বদলপুর গ্রাম,পশ্চিম দিকে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা,দক্ষিণে পিরিজপুর গ্রাম এবং উত্তরে শাল্লা উপজেলার বিস্তীর্ণ হাওর।গ্রামটি আজমিরীগঞ্জ উপজেলা থেকে উত্তরে অবস্থিত।

গ্রামের নামকরণঃ গ্রাম অঞ্চলে গরু চরানো এবং ফসল তোলার জন্য কিছু জমি থাকে যেগুলোতে কোনো ফসল ফলানো হয় না।স্থানীয় ভাষায় এই জমিগুলোকে কান্দা বলা হয়।এই কান্দার মধ্যে ব্রিটিশ আমলে পাশাপাশি দুই গ্রামের মধ্যে মারামারি হয় (স্থানীয় ভাষায় মারামারিকে পিডাপিডি বলা হয়)। পিডাপিডি এবং কান্দা থেকেই পিটুয়ারকান্দি নামহয়।

20200626 093719 1047584c