পালপাড়া গ্রাম চিথলিয়া ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

পালপাড়া গ্রাম চিথলিয়া ইউনিয়ন

আমার গ্রামের নাম পালপাড়া। ফেনী জেলার পরশুরাম উপজেলার ৩নং চিথলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড।  যার পশ্চিমে ভারতের বর্ডার, ও উত্তর পশ্চিমে উত্তর শ্রীপুর গ্রাম। দক্ষিণে চন্দনা গ্রাম। পূর্বে জঙ্গলখোনা গ্রাম ও উত্তরে জগমোহনপুর গ্রাম।  

পালপাড়া গ্রামের ইসলাম ধর্মে পালনে ভূমিকা রাখেন রওশন শাহ ফকির। যিনি পালপাড়া গ্রামের ধর্ম পালনে মানুষকে উদ্ভুদ্ধ করতে নামাজ পালনের পর খাবারের ব্যবস্থা করতেন। বর্তমান সময়ে সেই নিয়ম মেনে গ্রামের সম্ভ্রান্ত মজুমদার পরিবার দুই ঈদের নামাজের পর ওনার সম্মানে সেই তোবারক বিতরণ করে আসছেন।

গ্রামের অধিকাংশ মানুষ ই শিক্ষিত। গ্রামে একটা মসজিদ ও মক্তব রয়েছে। কোন শিক্ষাপ্রতিষ্ঠান নেই। 

গ্রামের পূর্বে সীমানায় বয়ে গেছে সিলোনিয়া নদী। 

ভারতের পাহাড়ি ঢলের বৃষ্টির পানি এই নদীতে এসেই মিলিত হয়।