পানিয়ারূপ গ্রাম কায়েমপুর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

পানিয়ারূপ গ্রাম কায়েমপুর ইউনিয়ন

পানিয়ারূপের আদিনাম শ্যামপুর। এক সময় গ্রামটি নিম্নভূমি ছিল। সারা বছর জল লেগে থাকত। জলজ উদ্ভিদে ভরপুর গ্রামটি দেখতে অপরূপ ছিল। গ্রামটির পশ্চিমে বিলঘর। এ গ্রামটি বিলের পাড়ে অবস্থিত। জল, জলজ উদ্ভিদ ও গাছগাছালির রূপে অপরূপ বলেই গ্রামটির নাম পানিয়ারূপ। শ্যাম অর্থ সবুজ। গুল্মবিরুৎ বৃক্ষের সমাহারে সবুজ-শ্যামল গ্রামের নামই শ্যামপুর। আর গ্রামের পশ্চিমে বিলের জলের অপরূপ বর্ণনা থেকে পানিয়ারূপ।