একনজরে নাটঘর ইউনিয়ন

নাটঘর ইউনিয়ন
নাটঘর ইউনিয়ন টি নবীনগর উপজেলার অন্যতম ৪নং ইউনিয়ন পরিষদ। পোস্ট কোড ৩৪১০, এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম নবীনগর থানার অন্তর্ভুক্ত । এটি জাতীয় সংসদ এর ২৪৭ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের অংশ বিশেষ। নবীনগর উপজেলার পূর্ব দিকে নাটঘর ইউনিয়ন টি অবস্থিত। এই ইউনিয়নের পশ্চিম দিকে বিদ্যাকুট ইউনিয়ন, দক্ষিণ দিকে শিবপুর ও কাইতলা ইউনিয়ন, পূর্ব দিকে তিতাস নদী, ব্রাহ্মণবাড়িয়া উপজেলার সুলতানপুর ইউনিয়ন,রামরাইল ইউনিয়ন ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা এবং উত্তর দিকে রয়েছে তিতাস নদী, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়ন ও সাদেকপুর ইউনিয়ন।

গ্রামসমূহ
বড়হিত
চড়িলাম
ভান্ডুসাঘ
একইছাড়া
কুড়িঘর
নান্দুরা
নশরাবাড়ি
পাচবাড়িয়া
রসুলপুর
রুদ্রাক্ষবাড়ি
খড়িয়ালা

নাটঘর ইউনিয়নের নামকরণ : নবীনগর উপজেলার পূর্বাঞ্চলীয় ইউনিয়ন এই নাটঘর ইউনিয়ন । এই নাটঘরের নামকরণ সম্পর্কে সহজেই যা বলা যায় , তা হলাে এই গ্রামের নাটমূর্তির নামেই এই গ্রামটির নামকরণ হয় নাটঘর । বলা যায় , এই গ্রামে তৎকালীন । জমিদার বাড়ি ছিল । ওই জমিদার বাড়ির পুকুর খননকালে যে কষ্টিপাথরের মূর্তিটি পাওয়া যায় তা হলাে শিবমূর্তি । মূর্তিটির ভঙ্গিমা ছিল নর্তকীর ন্যায় । পরবর্তী পর্যায়ে । এই নটমূর্তি বা নাচিয়ে মূর্তির নামেই এখানকার অঞ্চলটির নাম হয় নাটঘর ।