নবীপুর গ্রাম নবীনগর পশ্চিম ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

নবীপুর গ্রাম নবীনগর পশ্চিম ইউনিয়ন

নবী একজনের নাম এবং পুর ’ হলাে স্থান অর্থাৎ নবী যেখানে বসতি স্থাপন করেছেন তাই হলাে নবীপুর। নবীনগর পশ্চিম ইউনিয়নের অন্তর্গত এই নবীপুর গ্রামটি। এটি একটি আলাদা মৌজা । এর জে . এল নং – ৩০। নবীপুর গ্রামটির নামকরণ নিয়ে গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হেলালউদ্দিন বলেন , আমি শুনতে পেয়েছি যে , এই গ্রামের উত্তর পাড়ার গােলাম নবী নামে একজন প্রথম বসতি স্থাপন করেন । ধারণা করা হয় যে , ঐ গােলাম নবীর নামেই এ অঞ্চলটির নামকরণ হয় নবীপুর । আবার কেউ কেউ বলে , এই গ্রামের ভূঁইয়ারা হলেন প্রাচীন বসতি । মনে করা হয় , ভূইয়া গােষ্ঠীতে কোনাে এক নবী নামক ব্যক্তি ছিলেন বলে তাঁর নামানুসারে নবীপুর হয়।