দোশিয়া গ্রাম বাচোর ইউনিয়ন

দোশিয়া গ্রাম বাচোর ইউনিয়ন

বাংলাদেশের উত্তর জনপদে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ৫ নং বাচোর ইউনিয়ন দোশিয়া গ্রামটি অবস্থিতিত। অনেক মনোমুগ্ধকর একটি গ্রাম।এই গ্রামের রূপবৈচিত্র আপনাকে মুগ্ধ করবে। গ্রামটি দেখতে অনেক সুন্দর। প্রাকৃতিক ঐশয্যে ভরপুর, কি নেই এইখানে গ্রামের পাশে আঁকাবাঁকা নদী বয়ে চলেছে,নদীর পাশেই রয়েছে উত্তরবঙ্গের ঐতিয্যবাহী রাজা টংকনাথের রাজবাড়ী। আরো রয়েছে ১০০ বছরের পুরোনো ঐতিয্যবাহী রাজার প্রতিষ্ঠিত বর্তমান রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়।

এখানকার ৯০% মানুষ শিক্ষিত। খুব সুন্দর সহজ সরলভাবে জীবনযাপন করে এখানকার মানুষ। কৃষিপ্রধান হওয়ার কারণে বেশিরভাগ মানুষ কৃষক এছাড়া বিভিন্ন পেশার মানুষ বাস করে এই গ্রামে। এখানকার ৮৫% মানুষ ইসলাম ধর্ম পালন করে ,এছাড়া হিন্দু,বৌদ্ধ ,খ্রিস্টান ও বিভিন্ন উপজাতি বাস করে। সবমিলিয়ে আমাদের গ্রামটি পৃথিবীর সেরা গ্রাম।
আমাদের গ্রামটি দেখার জন্য সবার আমন্ত্রণ রইলো।

  • শুভেচ্ছান্দে
  • মোঃ সোহেল রানা
  • অবস্থান:
  • বিভাগ : রংপুর
  • জেলা : ঠাকুরগাঁও
  • উপজেলা : রাণীশংকৈল
  • ইউনিয়ন : ৫ নং বাচোর
  • ওয়ার্ড : ৪ নং
  • গ্রাম/পাড়া/মহল্লা : দোশিয়া
  • মোবাইল : ০১৭৩৮০৪২৬৪৬
  • মেইল : fbo.sohel@gmail.com
  • ফেইসবুক : fbo.sohel.bd