দীঘলটারী গ্রাম দূর্গাপুর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

দীঘলটারী গ্রাম দূর্গাপুর ইউনিয়ন

আমাদের গ্রামটির নাম দীঘলটারী, গ্রামটি দূর্গাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। পশ্চিমে সাংকার চওড়া বাজার পাশেই ভারতের কাটাতারের বেড়া।পূর্বে ভারতের দরিবাস,উত্তরের শোলমারীর দোলা এবং দূর্গাপুর বাজার।এবং দক্ষিণে দুরাকুটি বাজারের পাশ দিয়ে জেলা শহরের রাস্তা।

নামকরণ অজানা তবে গ্রামটি ২ কিঃমিঃ দীঘল হওয়ার কারনে এর নাম দীঘলটারী বলে ধারণা।গ্রামে অনেক দর্শনীয় স্থান রয়েছে। তন্মধ্যে দালাই নামার ছড়া অন্যতম।গ্রামের সবুজ গাছপালা এবং ক্ষেতে সবুজ শষ্য মন জুড়ায়ে যায়।এছাড়াও রয়েছে কুমারপাড়া এবং মাটির তৈরি অনেক সুন্দর হাঁড়ি পাতিল।

গ্রামের উল্লেখযোগ্য ব্যাক্তিদের মধ্যে এভারেস্ট বিজয়ী মূসা ইব্রাহিম অন্যতম।এছাড়াও বাংলাদেশ সিভিল সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তা সালেকুল ইসলাম বিপ্লব, প্রফেসর আব্দুল্লাহ আল মামুন  মুক্তিযোদ্ধা সাদের হোসেন,প্রধান শিক্ষক বেল্লাল স্যারসহ অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ। গ্রামের মাঝখানে রয়েছে দীঘলটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সেই সাথে আছে একটি খেলার মাঠ।সব মিলিয়ে আমাদের গ্রামটি অনেক সুন্দর একটি গ্রাম।