দিঘিরপাড় গ্রাম গোপিনাথপুর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

দিঘিরপাড় গ্রাম গোপিনাথপুর ইউনিয়ন

জনশ্রুতি আছে ১৩২২ বঙ্গাব্দে কয়েক দিন অবিরাম বৃষ্টি হয়। হঠাৎ এ গ্রামের পূর্বদিকের পাহাড় ভেঙে পড়ে। পাহাড়ি জলধারা দিয়ে মাটি দিঘিতে প্রবেশ করে তা ভরাট হয়ে যায়। সম্ভবত ষােড়শ শতাব্দীতে ত্রিপুরা মহারাজ সামিরক প্রয়ােজনে একটি বিশাল দিঘি এখানে খনন করেন। পূর্বের পাহাড়ের পশ্চিমের নিচু ভূমিতে এ দিঘি খুবই মনােরম। এ দিঘিকে কেন্দ্র করে এখানে জনবসতি গড়ে ওঠে বলেই তাে দিঘিরপাড়।