দিঘলসিংগা গ্রাম চৌগাছা ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

দিঘলসিংগা গ্রাম চৌগাছা ইউনিয়ন

গ্রামের নাম: দিঘলসিংগা। এটি চৌগাছা ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড এর অন্তর্ভু্ক্ত। এটি চৌগাছা উপজেলা থেকে ৩কি.মি. দক্ষিণ পশ্চিমে অবস্থিত। মাইকেল মধুসূদন দত্তের পুরো গ্রামের ধার দিয়েই বয়ে গেছে যা গ্রামকে অত্যন্ত সৌন্দর্য্যমন্ডিত করেছে। 

গ্রামের পূর্ব দিকে রয়েছে হুদা চৌগাছা গ্রাম, উত্তরে কদমতলা, পশ্চিমে মাশিলা এবং দক্ষিণ দিকে বেড়গোবিন্দপুর। গ্রামটি প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এবং এতে প্রায় ৩০০০ লোকের বসবাস রয়েছে। গ্রামে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি হাফিজিয়া মাদ্রাসা। গ্রামের দক্ষিণ দিকে রয়েছে একটি বিল ও বেড়গোবিন্দপুর বাওড়। প্রাকৃতিক সৌন্দর্য্যের এক অপরুপ আঁধার এই গ্রাম। গ্রাম হিসেবে সব কিছুই এই গ্রামে রয়েছে। এখানে বিস্তৃত মাঠ, নদী, বিল আপনার অবসরকে আনন্দময় করে তুলতে সক্ষম। 

বিস্তারিত আরো জানতে গ্রামের পেইজের সাথে যুক্ত থাকতে পারেন – Dighalsinga