তেতৈয়া গ্রাম কসবা পৌরসভা

তেতৈয়া গ্রাম কসবা পৌরসভা

তেতৈয়া গ্রামের নামকরণ : ‘ তে ‘ অর্থ ‘ তিন ’ , ‘ তৈয়া ‘ অর্থ মাজার বা দরগাহ । তৈয়া শব্দটি ফার্সি , তহ ’ থেকে এসেছে । তৈতৈয়া অর্থ তিনটি মাজার । মহারাজ অমরমাণিক্য ( ১৫৭৭ ১৫৮৬ খ্রিঃ ) মগদের আক্রমণে রাজধানী উদয়পুর ছেড়ে সিলেটের মনুনদীর তীরে । তেতৈয়া নামক স্থানে আত্মগােপন করেন । অনেকের ধারণা , সেখানকার তিনটি মাজারের স্মরণে নিজের রাজ্যে এ স্থানের নাম তেতৈয়া রাখেন । এটা কিংবদন্তি মাত্র ।