তিতাস পাড়া ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা

তিতাস পাড়া ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা

তিতাস পাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম সুন্দর এলাকা। তিতাস নদীর তীর দিয়ে এই শহর আর তিতাস পাড়া হচ্ছে পৌরসভার শেষ সীমানা নদীর তীর দিয়ে সুন্দর বাধ করে রাস্তা করা হয়েছে এই রাস্তার শেষ এই এলাকাতেই অসম্ভব সুন্দর পরিবেশ ও মনোমুগ্ধকর আবওহাওয়া দূর দুরান্ত থেকে নানা পর্যটক আসে এইখানে ঘুরতে। তিতাস পাড়ায় অবস্থিত ৫টি পুরুষ মাদ্রাসা এবং ৩টি মহিলা মাদ্রাসা রয়েছে। 

দুইটি কিন্টার গার্ডেন স্কুল রয়েছে, মাস্টার মাইন্ড কিন্টারগার্ডেন এবং পথ ফাইন্ডার কিন্ডারগার্টেন। 

আমাদের এলাকা তে অবস্থিত ঐতবাহি সরকারি শিশু পরিবার সংস্থা রয়েছে যেইখানে এতিম মেয়েদের থাকার ব্যাবস্থা আছে তাদের জন্য আমাদের এলাকা তে অনেক পুরোনো স্কুল রয়েছে কুকিল টেক্সটাই মেইল উচ্চ বিদ্যালয়, এলাকার সবার পরাশুনার জন্য সল্প মুল্যে এই স্কুল রয়েছে,যা পুরোনো কুকিল ট্যাক্সটাইল মেইল কারখানা এর এক পাশে অবস্থিত।

আমাদের এইখানে আরো রয়েছে সমাজ সেবা অধিদপ্তর। নতুন বিল্ডিং এর কাজ চলতেসে উন্নত পরিসরে।লিখতে গেলে তিতাস পাড়া সম্পর্কে লিখে শেষ করা যাভেনা আমার গ্রাম আমার অহংকার। 

কাউন্সিলর হিসেবে ভারপ্রাপ্ত আছে বাসার মিয়া যিনি আমাদের গুরুজন।

কমিশনার হিসেবে ভারপ্রাপ্ত আছে শেখ মহসিন খন্দকার। 

আমাদের এলাকাতে জেলা ছাত্রলীগের সাবেক স্বভাপতি আমাদের অহংকার এডভোকেট মাসুম বিল্লাহ রয়েছে যুব সমাজের অহংকার।  

আর আমি সাব্বির রহমান। 

ছোট্ট একটা পরিবার এর ছোট একজন ছেলে।