তালতলা গ্রাম বুধন্তি ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

তালতলা গ্রাম বুধন্তি ইউনিয়ন

তালতলা গ্রামের নামকরণ : ‘ তাল ‘ অর্থ তালগাছ , ‘ তলা ‘ অর্থ পুকুর তালতলা গ্রামের দক্ষিণে পাড়ে তাল গাছ এক পায়ে দাড়িয়ে আছে । তবে গ্রামের উত্তর ভাগে সামান্য উচু জায়গায় ও জমিতে তালগাছ উকি মেরে আছে । তাই তলা ‘ বলতে এখানে তল বঝানাে হয়েছে যার অর্থ নিঃদেশ , পৃষ্ঠ ও ক্ষেত্র । তালগাছ এখন গ্রামের পর্বের রাস্তার উভয় পাশে এসে দাড়িয়ে আছে এবং তালগাছ সারা গ্রামে শ্রীবৃদ্ধি সাধন করেছে । তালগাছ ও পুকুর থেকেই তালতলা গ্রাম নামকরণ হয়েছে ।