তারাকান্দি গ্রাম রামদী ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

তারাকান্দি গ্রাম রামদী ইউনিয়ন

আমাদের এই তারাকান্দি গ্রামটি রামদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের অন্তরভূক্ত।এই গ্রামের মোট জনসংখ্যা ২৩০০ কিংবা তারও কিছু বেশি হবে। তারাকান্দি গ্রামটা দেখতে যতোটা সুন্দর, এই গ্রামের মানুষ গুলাও অনেক আন্তরিক সবার সাথে।

এই গ্রাম কে একটা কৃষি নির্ভরশীল গ্রাম বললেও ভূল হবে না। এই গ্রামের ৮০ % লোক কৃষির সাথে কোন না কোন ভাবে জরিত।এখন বর্তমানে কৃষির পাশাপাশি মৎস খামার সহ পোল্ট্রির অনেক খামার এই গ্রামে স্হাপন আছে।

যার অধিকাংশই এখম প্রায় বিলোপ্তির পথে।কারণ,প্রোল্ট্রির ফিডের মূল্য আর বাচ্চার অসহনিহ দামের জন্য খামারীরা তাদের খামারে মুরগি পালন করতে পারছেন না। আমি মনে করি সরকার এই ব্যপারে জোরালো কোন ভূমিকা রাখলে খামারের মালিকরা আবার তাদের ফার্মে মুরগি উৎপাদন করে দেশকে অর্থনৈতিক ভাবে একটু হলেও সচ্চল করতে ভূমিকা রাখতে পারতো এই মানুষ গুলো।