ডাক্তারটিলা গ্রাম গুইমারা ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

ডাক্তারটিলা গ্রাম গুইমারা ইউনিয়ন

ডাক্তারটিলা গ্রাম খানা স্বাধীনতার পূর্ব হতে সমৃব্ধ।গ্রামের নাম করনের ক্ষেত্রে স্বর্গীয় ডাঃ অমুল্যের নাম বিশেষ ভাবে উল্লেখ যোগ্য। ডাক্তার অমূল্যের নাম অনুসারে এ গ্রাম খানা ডাক্তারটিলা নামে পরিচিতিি লাভ করে।

ডাক্তার টিলা উত্তরে রেনুডেবা দক্ষিণেে গুইমারা খাদ্য গুদাম। পশ্চিমে বাবুল মেম্বারের বাড়ি।আর পূর্বে  খাগড়াছড়ি চট্টগ্রাম রোড। মোট    জনসংখ্যা প্রায় ৩৫০০ জন।ভোটার ৭৮০ জন। ডাক্তারটিলায় ২৫০ টি পরিবারবসবাস করেন।ডাক্তারটিলা বসবাস কারি জনগোষ্ঠীর মধ্যে হিন্দ, বৌদ্ধ ( মারমা,চাকমা,) মুসলমান।

সনাতনধর্মাবলম্বীদের হরি মন্দির, লোকনাথমন্দির, বৌদ্ধদের বিশ্বশান্তি বিহার।আর মুসলমানদের জন্য পাঞ্জেগানা মসজিদ, আছে। গুইমারা ইউ পি চেয়ারম্যান বাবু মেমং মার্মা ডাক্তারটিলার বাসিন্দ। ডাক্তার টিলায় ফ্রি- চিকিৎসাসেবা কেন্দ্র আছে যা পরিচালনাকরেন অমূল্য ডাক্তারের বড়ো ছেলে। গ্রামের মাঝখানে গ্রাম্য ব্রিক সলিং রাস্তা।সমস্ত ঘরে বাড়ি রাস্তার দুপাশে।

গ্রামের শতকরা আশি জন শিক্ষিত। মন্দিরভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম চলমান। ডাক্তারটিলা যদিও মফস্বল শহরের গ্রাম তবু দোকান পাট মিলে গ্রামটি জমজমাট। 

    প্রয়োজনিয় মোবাইল নাম্বার

  • ০১৫৫২৭০৩৫৫১.
  • ০১৮১৭২৭১৬৫৬.