ডাংগের হাট গ্রাম হুজরীপাড়া ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

ডাংগের হাট গ্রাম হুজরীপাড়া ইউনিয়ন

আমার গ্রামের নাম ডাংগের হাট, এই গ্রামের নামকরণ করা হয় ব্রিটিশ আমলে। এই গ্রামের দক্ষিণ পাশ দিয়ে একটি ছোট নদীর মতো খাল-খনন করা হয় ব্রিটিশ আমলেই। এই খাল দিয়ে পূর্বে নৌকা নিয়ে বহু দুর-দুরান্তে বাণিজ্যের জন্য গমন করতো গ্রামের লোকজন এবং বহু দুর-দুরান্ত থেকে লোকজন  ব্যবসা করার জন্য আসতো ।এ কারণে এই গ্রামে একটি হাট পূর্ব থেকেই চালু আছে।

যা শুক্রবার ও মঙ্গলবার দুপুর ২.০০ ঘটিকা থেকে সবজি তরিতরকারি ও অন্যান্য আসবাবপত্র কেনা-বেচা হয়। এই গ্রামের উপর দিয়ে একটি ২০ ফিট প্রশস্ত পাকা রাস্তা রয়েছে। যা  দক্ষিণে ৮ কি:মি দূরে রাজশাহী শহর ও পূর্বে দারুশা বাজার ও নওহাটা বাজারে যাওয়া যায়। পশ্চিমে দামকুড়া হাটের রাস্তা। এই গ্রামে একটি মসজিদ ও একটি মহিলা কলেজ রয়েছে।

এই গ্রামের লোকজন অতি সাধারণ ও ভদ্র এবং সকলেই মুসলিম। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় এই গ্রামের বেশ কিছু ঘর-বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে  দেয় পাক-বাহিনী। এই গ্রামে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা রয়েছে। এই গ্রামের লোকজন কৃষিকাজ ও ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে। এই গ্রামে শিক্ষিতের হার অনেক বেশি। এই গ্রামে ভোটার সংখ্যা প্রায় ১,০০০ জন।