জোড়খালী গ্রাম গোসাইবাড়ী ইউনিয়ন

গ্রামের দৃশ্য ছবি

জোড়খালী গ্রাম গোসাইবাড়ী ইউনিয়ন

জোড়খালী, বগুড়া জেলার ধুনট উপজেলার ৪ নং গোসাইবাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড।

জোড়খালী গ্রামটি ধুনট উপজেলা থেকে ৮ কিমিঃ পূর্বে অবস্থিত। গ্রামের ৯৯ ভাগ মানুষ মুসলমান । গ্রামটির নামকরণের ইতিহাস জানা যায়নি,তবে অনেকেই এই গ্রামকে হুজুরদের আতুরঘর ও বলে থাকে,কারন এই গ্রামে রয়েছে দুইটি কওমী মাদ্রাসা,একটি ফাজিল মাদ্রাসা, এছাড়াও রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়  । ভৌগোলিক ও রাজনৈতিক কারনে গ্রামটি বেশ গুরুত্বপূর্ন।

গ্রামটি মূলত ৩টি পাড়ায় বিভক্ত। পশ্চিমপাড়া,মধ্যপাড়া ও পূর্বপাড়া।  পূর্বপাড়ার আদিনাম আবার বালুভাঙা।  এছাড়াও হাজিবাড়ি,খানবাড়ি,মন্ডলবাড়ি,সরকারবাড়ি ইত্যাদি ছোট ছোট পাড়া আছে ।  গ্রামের মানুষগুলি বেশ সহজসরল।  গ্রামের অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল। অধিকাংশ মানুষ কৃষি কাজে নিয়োজিত। এই গ্রামের একটি খেলার মাঠ আছে যা ফাজিল মাদ্রাসা কর্তৃক বরাদ্দ।

মাদ্রাসা মাঠেই সপ্তাহের শুক্রবার ও সোমবার হাট বসে। যেখানে গ্রামের মানুষ তাদের কৃষিপন্য বেচাকেনা করে। এ গ্রামে একটা সময় শিক্ষিত মানুষের সংখ্যা কম ছিলো কিন্তু এখন তা বেড়ে প্রায় ৬৫% এ গিয়ে দাড়িয়েছে। শিক্ষিত যুব সমাজ এর একটা অংশ গ্রামের অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠন দ্বার করিয়েছে, যার নাম “শেকড়” যেখানে থেকে তারা বিভিন্ন রকম সামাজিক সেবা দিয়ে থাকে। গ্রামের সবাই এই সংগঠন কে সাধুবাদ জানিয়েছেন।     

এছাড়াও গ্রামের ছোট খাটো ঘটনা গুলি গ্রামের বয়োজ্যেষ্ঠ মুরুব্বিরাই সমাধান করে থাকেন। এক কথায় সম্প্রীতির  এক গ্রাম। 

আরো বিস্তারিত জানতে বা যে কোন জরুরী বিষয়ে ফোন করুন নিম্নোক্ত নাম্বারেঃ

01303-025335 (মেম্বার-৬ নং ওয়ার্ড, জোড়খালী)

01717-236241 ( মোঃ শামসুল বারী শেখ, বিশিষ্ট ব্যাবসায়ী,জোরখালী) 

01722-696296 ( মোঃ আদনান শরীফ- সভাপতি- শেকড়)