জামালপুর গ্রাম কাদরা ইউনিউয়ন

জামালপুর গ্রাম কাদরা ইউনিউয়ন

জামালপুর গ্রাম কাদরা ইউনিউয়ন

আমাদের গ্রামের নাম জামালপুর।আমাদের গ্রাম নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৪ নং কাদরা ইউনিয়নে আবস্থিত।গ্রামের উত্তরে জয়নগর গ্রাম,দক্ষিণে হিজলি গ্রাম, পশ্চিমে মগুয়া গ্রাম  এবং পূর্বে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার মেহেদি পুর গ্রাম অবস্থিত।

গ্রামের উল্লেখ্য যোগ্য প্রতিষ্ঠানের মধ্যে ৩টি জামে মসজিদ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় , একটি খেলার মাঠ,একটি কোরআনে হাফিজিয়া মাদ্রাসা এবং  একটি নূরানী মাদ্রাসা রয়েছে।

এছাড়াও রয়েছে জামালপুর ইসলামী পাঠাগার,জামালপুর আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী ,জামালপুর তরুণ একাদশ স্পোটিং ক্লাব , নব জাগরণ স্পোটিং ক্লাব এবং ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাব। এইসব প্রতিষ্ঠান গ্রামের শিক্ষা-সংস্কৃতি ও খেলাধুলায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। আমাদের গ্রামের নামকরনের ইতিহাস জানা যায় নি।

উল্লেখ যোগ্য ব্যক্তিবর্গ

  • মাবুদ দুলাল, পেশাঃ এসপি,বাংলাদেশ পুলিশ
  • একে এম বেলায়েত হোসেন, পেশাঃআইনজীবী, নোয়াখালী জেলা জজ কোর্ট
  • আবু বক্কর সিদ্দিক সোহেল, পেশাঃসহকারী অধ্যাপক, আইন বিভাগ,কুমিল্লা বিশ্ববিদ্যালয়

এছাড়াও আরো অনেক  ব্যাক্তিবর্গ রাষ্ট্রের ও সমাজের গুরুত্বপূর্ণ স্থানে স্থলাভিষিক্ত হয়ে দেশের সেবা করছেন।

  • জামালপুর গ্রাম কাদরা ইউনিউয়ন
  • জামালপুর গ্রাম কাদরা ইউনিউয়ন
  • জামালপুর গ্রাম কাদরা ইউনিউয়ন
  • জামালপুর গ্রাম কাদরা ইউনিউয়ন
  • জামালপুর গ্রাম কাদরা ইউনিউয়ন
  • জামালপুর গ্রাম কাদরা ইউনিউয়ন
  • জামালপুর গ্রাম কাদরা ইউনিউয়ন
  • জামালপুর গ্রাম কাদরা ইউনিউয়ন