জাগলবা গ্রাম বেতবাড়ীয়া ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

জাগলবা গ্রাম বেতবাড়ীয়া ইউনিয়ন

গ্রামের নাম জাগলবা। কুষ্টিয়ার খোকসা উপজেলার অন্তর্গত বেতবাড়ীয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গ্রাম জাগলবা। আয়তনে ছোট জাগলবা গ্রামের জনসংখ্যা ৭৬১ জন। জাগলবা গ্রামে একটা সরকারী প্রাথমিক বিদ্যালয়,  দুইটা জামে মসজিদ এবং একটা কালি মন্দির রয়েছে। গ্রামের পূর্বে বেতবাড়ীয়া, পাত্রদহ, উত্তরে সিরাজপুর, দক্ষিনে জাগলবা সোনাপাতিল,  এবং পশ্চিমে শ্যামপুর এবং কোমরভোগ গ্রাম অবস্থিত।

এই গ্রামের বুক চিড়ে পশ্চিম প্রান্ত দিয়ে বয়ে গেছে গড়াই নদী এবং দক্ষিণ প্রান্তে অবস্থিত সোনাপাতিল বিল। কথিত আছে এই বিলে সোনার পাতিল (হাঁড়ি) পাওয়া গিয়েছিল, তারপর থেকে এই বিলের নাম সোনাপাতিল। এবং পাশের গ্রাম (মৌজা) কাশিমপুর এখন জাগলবা সোনাপাতিল নামে পরিচিত।

গ্রামের শিক্ষার হার প্রায় ৪৬%। এই গ্রামের ৯০% ব্যক্তি কৃষিজীবী পেশার সাথে জড়িত। এ গ্রাম এক সময় হিন্দু অধ্যুষিত নামে পরিচিত থাকলেও বর্তমানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ। এ গ্রামের বিখ্যাত রাধারমণের আশ্রমের কথা এখনো সবার মুখে মুখে শোনা যায়। গ্রামের ৯৭.৩% মুসলিম এবং ২.৭% হিন্দু।

এই গ্রামের মানুষ যুগের পর পর শান্তিতে বসবাস করে আসলেও এই গ্রামের সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙন। ভয়ংকর নদী ভাঙনের কবলে গ্রামের সিংহভাগই এখন নদী গর্ভে।

12167218 1628716897379156 661261097 n 12db04ef

নদী ভাঙনের চিত্র

20200725 134615 cc2d1226

ইউনিয়ন মানচিত্রে জাগলবা গ্রামের অবস্থান।

IMG 20191107 224058 02 ce0f10b4

শেখ রাসেল পারভেজ।sm.raselparvez@gmail.com ০১৭৫৫-৯১৮৭৭২