জল্লী গ্রাম শ্যামগ্রাম ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

জল্লী গ্রাম শ্যামগ্রাম ইউনিয়ন

নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের অন্তর্গত একটি গ্রামের নাম জল্লী । জাল দিয়ে মাছ ধরেন যাঁরা , তাঁরা হলেন জেলে । আবার জেলেরা যে স্থানে । বসবাস করেন সেটিকে বলা হয়ে জেলেপাড়া বা জালুআডি । জালু আডি শব্দটি আঞ্চলিক । আবার কেউ কেউ জাইল্যাআডিও বলে থাকে । ধারণা করা হচ্ছে এই জেলে , জাল এবং জাইল্যা শব্দগুলাের বিকৃত উচ্চারণ হলাে জল্লী । জল্লী শব্দটি জেলেপাড়াদের স্থানকেই প্রাধান্য দেয় বলে সুধীজন মনে করেন । ফলে বলা যায় যে , জাইল্যা শব্দ থেকে জল্লী শব্দের উৎপত্তি । এভাবেই গ্রামের নামটি স্থায়ী হয় । জল্লি একটি আলাদা মৌজা , যার জে . এল নং – ১৬ ।