ছোন্দহ গ্রাম নন্দনপুর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

ছোন্দহ গ্রাম নন্দনপুর ইউনিয়ন

  • গ্রামঃ ছোন্দহ
  • পোস্ট অফিসঃ জোড়গাছা
  • ইউনিয়নঃ নন্দনপুর
  • উপজেলাঃ সাঁথিয়া
  • জেলাঃ পাবনা
  • পোস্ট কোডঃ ৬৬৭০

প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা অপরূপ সুন্দর আমার গ্রাম ছোন্দহ ।  এটি নন্দনপুর ইউনিয়নেরঅন্তর্ভুক্ত একটি গ্রাম।  আমার গ্রাম বর্তমানে মাছ চাষের জন্য রীতিমতো বিখ্যাত। নন্দনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান লিটন মোল্লাহ।  ছোন্দহ গ্রামের মেম্বার সবুজ আলী। গ্রামের ৮০ শতাংশ মানুষ কৃষিকাজের সাথে সরাসরি সম্পৃক্ত।  এ গ্রামের দক্ষিণে সাগড়দাড়ি গ্রাম,পূর্বে জোড়গাছা, উত্তরে দাড়ামুধা ও পশ্চিমে কালোগ্রাম এবং রাঙামাটি গ্রাম অবস্থিত। পাবনা জেলার মধ্যে আয়তন এবং লোকসংখ্যায় সবচেয়ে বড় গ্রামগুলোর মধ্যে ছোন্দহ গ্রামের নাম উল্লেখযোগ্য।

এ গ্রামের সীমানার মধ্যে রয়েছে ধলাই বিল।  এ বিলে সকল মৌসুমি ফসল চাষ করা হয় এবং বর্ষাকালে প্রচুর পরিমাণে মাছ  পাওয়া যায়, এই মাছ বিক্রি করে মৌসুমি জেলেরা বর্ষাকালে তাদের সংসার এর খরচ জুগিয়ে থাকে। দূর দূরান্ত থেকেও অনেকে এই বিলে অনেকে মাছ ধরতে আসে। এক কথায় বলা যায় প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি আমাদের এই গ্রাম। এর গ্রামের মানুষ যথেষ্ট বন্ধুত্বপরায়ণ,গ্রামে কেউ অতিথি হিসেবে গেলে যায় প্রমাণ মেলে।