চড়নাল গ্রাম কসবা পৌরসভা

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

চড়নাল গ্রাম কসবা পৌরসভা

চড়নাল গ্রামের নামকরণ : চড়নাল গ্রামের দক্ষিণে একটি চওড়া খাল ছিল।কসবা পাহাড়ি অঞ্চল । তারাপুর থেকে শতশত বছর পূর্বে একটি ছেড়া ( ঝর্না ) পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়ে তা বিজনা নদীতে মিলিত হয় । কেউ কেউ এ খালকে খলিফার খাল বলে । চওড়া খালটি মাটিতে ভরাট হয়ে তা ছােট হয়ে যায় । চওড়া > চড়া > চড় থেকে চড়নাল ।