চেলিখলা গ্রাম সাতমোড়া ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

চেলিখলা গ্রাম সাতমোড়া ইউনিয়ন

সাতমোড়া ইউনিয়নের একটি গ্রাম চেলিখলা। এটি একটি আলাদা মৌজা এবং জে , এল নং – ১২৫ । গ্রামটির নামকরণ নিয়ে কবি মুছা বলেন , চেলি ও খলার সমন্বয়ে এই গ্রামের নাম চেলিখলা । যেমন বলা যায় যে , এই অঞ্চলটিতে প্রচুর চেলি বা লাকরি পাওয়া যেতো। এবং ওই চেলিগুলােকে প্রক্রিয়া করার জন্য , একটি মাত্র খলা ছিল বলে প্রমাণ পাওয়া যায় । ফলে ঐ খলা হলাে একটি স্থান বা জায়গা । এভাবে যখন চেলিগুলাে একটি ফাঁকা জায়গায় বা ‘ খলা ’ য় রাখা হতাে । এভাবেই এই অঞ্চলটির নাম হলাে চেলিখলা ।