চাউরা গ্রাম কসবা উপজেলা

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

চাউরা গ্রাম কসবা উপজেলা

চারওয়া’ অর্থ মাছ ধরার ফাঁদ। চারওয়া> চাওড়া> চাউরা শব্দটি বিবর্তিত হয়েছে। এ গ্রাম ও অঞ্চলে মরা নদী ও খালবিল রয়েছে। বর্ষাকালে এগুলােতে প্রচুর পানি জমে । প্রচুর মাছ পাওয়া যায়। এ মাছধরার যন্ত্রটি দিয়ে স্থানীয় মানুষেরা মাছ ধরে বলেই চাউরা নামকরণ হয়েছে।