চর হোগলা গ্রাম মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

চর হোগলা গ্রাম মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন

চর হোগলা গ্রামটি মেহেন্দিগঞ্জ ইউনিয়ন এবং মেহেন্দিগঞ্জ উপজেলার সবচেয়ে বড় গ্রাম। চর হোগলা গ্রামে সর্ব মোট ৩ টি ওয়ার্ড রয়েছে যার মেহেন্দিগঞ্জ পৌরসভা ১ নং ওয়ার্ড এবং মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন ১ ও ২ নং ওয়ার্ড অন্তভূক্ত।

চর হোগলা গ্রামটি কয়েকটি দিক নিয়ে নামকরন করা হয়েছে যেমনঃ চর হোগলা, মধ্য চর হোগলা, পূর্ব উত্তর চর হোগলা, দক্ষিন চর হোগলা। এ গ্রামে রয়েছে ৬ টি প্রাইমারী বিদ্যালয় ১ টি মধ্যমিক বিদ্যালয় এবং মেহেন্দিগঞ্জ উপজেলার সর্ব বৃহৎ কওমী মাদ্রাসাসহ আরো বেশ কয়েকটি কওমী ও মাহিলা মা্দ্রাসা রয়েছে। চর হোগলা গ্রামে একটি এমিতখানা রয়েছে। এই গ্রাম হিন্দু মুসলিম সবাই মিলে মিশে বসবাস করে।

চর হোগলা গ্রাম ২ টি বড় সড়ক রয়েছে যার একটি লালখারাবাদ লিংক রোড নামে পরিচিত যেটি সরাসরি লালখারাবাদ লঞ্চঘাট এর সাথে জড়িত, অন্যটি কালমিয়িা ডি.সি রোড নামে পরিচত যেটি উত্তর বাজার হতে পশ্চিম দিকে সোজা অতিবাহিত হয়েছে এবং চর লতা গ্রামের সাথে মিলিত হয়ে নলবুনিয়া খেয়াঘাট (তাজুর খেয়া) এ শেষ হয়েছে।

চর হোগলা গ্রামের পশ্চিমে চরলতা ও বাজিৎ খা গ্রাম, দক্ষিনে সোনামুখি গ্রাম, পূর্বে কালিকাপুর গ্রাম, উত্তর পূর্ব কাচিয়া ও লস্করপুর গ্রাম, উত্তরে দরবেশকান্দি গ্রাম। চর হোগলা গ্রামটি মেহিন্দিগঞ্জ উপজেলা সর্ব বৃহৎ বন্দর পাতারহাট বাজার এর সাথে মিলিত এবং পাতারহাট উত্তর বাজারের অধিকাংশ চর হোগলা গ্রামের মধ্যে রয়েছে।