চকসিং(নয়াকান্দি) গ্রাম কাঁশালিয়া ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

চকসিং(নয়াকান্দি) গ্রাম কাঁশালিয়া ইউনিয়ন

আমাদের গ্রামটি চাঁন্দার বিলের মধ্যে অবস্থিত একটি গ্রাম। বছরের ৬ মাস শুকনা মৌসম এবং ৬ মাস বর্ষা মৌসম থাকে। গ্রামের বেশীর ভাগ মানুষ খ্রীষ্ট ধর্মের অনুসারী এবং অল্প কিছু হিন্দু ধর্মের অনুসারী রয়েছে। বেশীর ভাগ মানুষ দিন মজুর এবং জেলে।

বর্তমান সময়ে ছেলে মেয়েরা লেখা পড়া করছে এবং শহরে এসে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী করে জীবন ধারন করছে। আমাদের গ্রামের সকল ধমের মানুষের মধ্যে অত্যান্ত চমৎকার সম্প্রতির বন্ধন রয়েছে।আমদের গ্রামে প্রায় ৬ টি চার্চ(মন্ডলী) রয়েছে। গ্রামের মধ্যে ১টি সরকারী প্রাইমারী স্কুল এবং ১টি মিশনারী প্রাইমারী স্কুল রয়েছে।

আমাদের গ্রামে অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি রয়েছে যাদের মধ্যে অন্যতম হিসেবে রয়েছে মি: নিত্য অধিকারী যিনি দক্ষিন এশিয়ার মধ্যে সর্ববহৎ মহিলা সমবায় সমিতি(বারিধারা সহিলা সমবায় সমিতি লি:) এর প্রতিষ্ঠাতা ম্যানেজার হিসাবে এখনও কর্মরত রয়েছেন।আমাদের গ্রামের প্রকৃতি ও পরিবেশ অত্যান্ত চমৎকার দেখলে যে কারো মন ভরে যাবে।আমি গর্বিত কারন এটি আমার জন্মভূমি।