গোগ্রাপুর গ্রাম কাগাপাশা ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

গোগ্রাপুর গ্রাম কাগাপাশা ইউনিয়ন

বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অবস্তিত। গ্রামটিতে প্রধানত তিনটি হাটি(পাড়া) রয়েছে। ১.বড় হাটি ২.দক্ষিণ হাটি ও ৩. নয়া হাটি।

গ্রামের পূর্বদিকে ছোট নদী বয়ে গেছে তারপরে বিশাল হাওর এবং হাওরের পর নবিগন্জ পৌরসভা। পশ্চিমে কাগাপাশা টু আনন্দবাজার রাস্তা পরে বিশাল হাওর এবং পরে বানিয়াচং উপজেলা।উত্তরে সেকান্দরপুর গ্রাম এবং দক্ষিণে রাজেন্দ্রপুর গ্রাম।

গ্রামের সবাই হিন্দু সম্প্রদায়ের মানুষজন।জনসংখ্যা প্রায় ১৫০০ জন।গ্রামের ৫০% মানুষের কাজ কৃষি ৫% সরকারি চাকুরী ১৫%ব্যবসা ১০% বেকার ১০%প্রবাসী।গ্রামের স্বাক্ষরতার হার ৯৯%।

গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।খেলার একটি মাঠ রয়েছে।গ্রামে মুক্তিযুদ্ধার সংখ্যা বেশি।